একই দিনে দুই ঢাবি অধ্যাপকের মৃত্যু

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই সাবেক ও বর্তমান অধ্যাপক মৃত্যুবরণ করেছন। তারা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ. এম. হারুন-অর-রশীদ এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) অধ্যাপক মাহবুব আহসান খান।

অধ্যাপক মাহবুবের মৃত্যুর বিষয়ে আইইআর এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বাপ্পী বলেন, 'সকালে স্যারের স্ত্রী তাঁকে ঘুম থেকে ডাকতে গেলে তিনি কোনো সাড়া দেননি। তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন'। ধারণা করা হচ্ছে, ভোররাতের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। আইইআর ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

একই দিনে সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুন-অর-রশীদ। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৮ বছর।

দুই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকবার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বার্তায় তিনি বলেন, 'অধ্যাপক ড. মাহবুব আহসান খান ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের একজন শিক্ষক ও গবেষক। ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। শিক্ষা বিষয়ক ও শিক্ষা পদ্ধতির উন্নয়নে তার অনেক মৌলিক গবেষণা রয়েছে'।

অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ. এম. হারুন-অর-রশীদের মৃত্যুতে শোক প্রকাশ করে উপাচার্য বলেন, 'তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিদ। ছিলেন আদর্শবান, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ সম্পন্ন একজন নিবেদিত প্রাণ শিক্ষক ও গবেষক। এই গুণী শিক্ষকের অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে'।

Share this news on: