বহুল পরিচিতদের ফেসবুকে আক্রমণের নিয়ম পরিবর্তন করবে কর্তৃপক্ষ

ফেসবুক প্ল্যাটফর্মে বহুল পরিচিতদের প্রোফাইলে সরাসরি আক্রূমণের নিয়ম পরিবর্তন করবে ফেসবুক কর্তৃপক্ষ। এখন আর কেউ চাইলেই কোনো বহুল পরিচিত ব্যক্তির প্রোফাইলে গিয়ে লিঙ্গ বা গায়ের রঙের ভিত্তিতে তাঁকে আক্রমণ করে মন্তব্য করতে পারবে না।

ফেসবুকের বৈশ্বিক নিরাপত্তা প্রধান এনটিগন ডেভিস চলতি সপ্তাহে একটি সাক্ষাৎকারে বলেছেন, ফেসবুক এখন অধিকারকর্মী এবং সাংবাদিকদের আবশ্যিকভাবে বহুল পরিচিত হিসেবে গণনা করবে। তাই এই গ্রুপগুলিকে লক্ষ্য করে হয়রানি ও বুলিংয়ের বিরুদ্ধে সুরক্ষা বাড়াবে ফেসবুক।

তিনি আরও বলেন, নারী এবং গায়ের রঙের জন্য কাউকে যেন হয়রানির শিকার না হতে হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ফেসবুক ব্যক্তিকেন্দ্রিকের চেয়ে বহুল পরিচিত লোকের সমালোচনামূলক মন্তব্য করার অনুমতি বেশি দেয়।

কিন্তু ফেসবুক এখন মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের ক্ষেত্রে সেই নীতি পরিবর্তন করছে। ফেসবুক আর গুরুতর এবং অবাঞ্ছিত যৌনতাপূর্ণ বিষয়বস্তু, অবমাননাকর ফটোশপ করা ছবি বা ছবি আঁকতে বা কোনো ব্যক্তির চেহারায় সরাসরি নেতিবাচক আক্রমণের অনুমতি দেবে না। উদাহরণস্বরূপ, কোনো বহুল পরিচিত ব্যক্তির প্রোফাইলে মন্তব্য করতে দেবে না।

Share this news on: