আফগানিস্তানে আবারও মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৩২

আফগানিস্তানে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া ধর্মীয় মসজিদে বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। প্রদেশটির জনস্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে।

শুক্রবার জুম্মার নামাজে এ ঘটনা ঘটে। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কান্দাহারের ইমান বারগাহ মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনই বিস্ফোরণের কারণ জানা না গেলেও এটাকে আত্মঘাতী হামলা বলেই ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তৃতীয় বিস্ফোরণটি হয় মসজিদের মূল ফটকে। এসময় মসজিদে মুসল্লিতে পরিপূর্ণ ছিল। ঘটনাস্থলে অন্তত ১৫ টি অ্যাম্বুলেন্স দেখতে পাওয়া যায়।
এদিকে তালেবানের একটি বিশেষায়িত দল মসজিদ এলাকা ঘিরে রেখেছে এবং জরুরি রক্তদানে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ১৩ আগস্ট আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম এই কান্দাহার শহর নিজেদের দখলে নেয়ার ঘোষণা দেয় তালেবান।

Share this news on: