ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু

করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

আজ রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগ সশরীরে ক্লাস ও পরীক্ষা নিয়েছে।

ইসলাম শিক্ষা বিভাগের সাবেক চেয়ারপারসন ও কবি জসিম উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ বাংলাদেশ টাইমসকে বলেন, আমাদের ছাত্ররা করোনার টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করছে। আমরা অনলাইনে ও অফলাইনে তাদের পরীক্ষা নিয়েছি, আজকে সশরীরে ভাইভা অনুষ্ঠিত হচ্ছে। তারা সকলে স্বাস্থ্যবিধি মেনে, হাত স্যানিটাইজ করে পরীক্ষা দিচ্ছে।

সকাল ১১ টার পর কলা ভবনে ক্লাস পরিদর্শনে আসেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, 'আজ শ্রেণি কার্যক্রম চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয় খোলার নানা ধাপ সম্পন্ন হলো। আশাব্যঞ্জক কথা হলো, শিক্ষার্থীরা যারা পরীক্ষায় অংশগ্রহন করেছে তারা সবাই ভ্যাক্সিনেটেড। শতভাগ উপস্থিতিও সেখানে ছিল। আমাদের লস রিকভারি প্ল্যান আছে এবং বিভিন্ন অনুষদের ডিনরা সে প্ল্যান অনুযায়ী কাজ করছেন। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের নষ্ট হওয়া সময় পুনরুদ্ধার করার'।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ও ১০ অক্টোবর পর্যায়ক্রমে সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়।

Share this news on: