মোবাইলের জন্য খুন করা হয় রমজানকে

ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়া শিমুলতলার ‘দি ভাই ভাই ফার্নিচারে’ কাজ করতেন রমজান মিয়া (১৯)। গত ১ অক্টোবর কাজ শেষে মোল্লা বাজারে ভাড়া বাসায় ফেরার পথে পলমল গার্মেন্টসের সামনে ছিনতাইকারীদের খপ্পরে পড়েন তিনি।

মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে বাধা দেওয়ায় ধারালো ছুরি দিয়ে রমজানের বুকে, পেটে এবং সরু রড দিয়ে গলায় আঘাত করে ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই মারা যান রমজান। 

এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও সক্রিয় ছিনতাইকারী দলের হোতা ও সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করে সিআইডির এলআইসি শাখার একটি দল।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন : মূলহোতা আমিনুল (২৮), সহযোগী সাগর মোল্লা (২৮) ও মো, ইউনুছ (৩৫)।

Share this news on: