মডার্না ও জনসনের বুস্টার ডোজের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মডার্না ও জনসনের টিকাকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে। বুস্টার ডোজ হিসেবে এই টিকার মিশ্র ব্যবহারেরও অনুমোদন দিয়েছে এফডিএ।

গতকাল বুধবার বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের এই অনুমোদন দেয় এফডিএ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে। এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্পূর্ণ টিকা দেওয়া কিছু জনগণের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমে যেতে পারে। তাই করোনার বিরুদ্ধে অব্যাহত সুরক্ষার জন্য বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন পাওয়া এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে এফডিএ ৬৫ বছর বা তাঁর বেশি বয়সের মানুষের সুরক্ষা বৃদ্ধি এবং যারা গুরুতর রোগের ঝুঁকিতে রয়েছে তাঁদের জন্য ফাইজারের বুস্টার ডোজের অনুমোদন দেয়। এ ছাড়া যারা তাঁদের কাজের মাধ্যমে করোনা ভাইরাসের সংস্পর্শে আসে তাঁদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেয়।

তবে এফডিএ বুস্টার ডোজ নেওয়ার বয়স এখনো কমানোর ঘোষণা দেয়নি। কিন্তু তারা বুস্টার ডোজ গ্রহণের বয়স কমিয়ে ৪০ বছর করার ব্যাপারে চিন্তা করছে।

Share this news on: