১৬ মাস পর বিদেশি শ্রমিকদের জন্য সীমানা খুলে দিচ্ছে মালয়েশিয়া

করোনার কারণে প্রায় ১৬ মাস বন্ধ থাকার পর বিদেশি শ্রমিকদের জন্য নিজেদের সীমানা খুলে দিচ্ছে মালয়েশিয়া।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি এসব তথ্য জানান। তিনি বলেন, মহামারি ব্যবস্থাপনা টাস্কফোর্স এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। স্পেশাল কমিটি অব প্যানডেমিক ম্যানেজমেন্ট বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে, বিশেষ করে গাছ লাগানোর কাজের জন্য একটি পদ্ধতির বিষয়ে আজ সম্মতি দিয়েছে। অবশ্য অন্যান্য শিল্পের কাজের সঙ্গে যারা জড়িত সেসব প্রবাসী শ্রমিকের কোটা এবং তাদের প্রবেশের তারিখ নির্ধারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

আইফোনের বিভিন্ন যন্ত্রাংশসহ পাম ওয়েল ও রাবার গ্লাভস উৎপাদনের জন্য দেশটি বিদেশি শ্রমিকদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। পাশাপাশি লঙ্কাউই দ্বীপে কিছু সংখ্যক পর্যটকদেরও প্রবেশের অনুমতি দিয়েছে দেশটি। নভেম্বরের মাঝামাঝি সময়ে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

দেশটিতে অন্তত ২০ লাখ বিদেশি শ্রমিক কাজ করেন। সীমান্ত খুলে দেয়ার সময় ও অন্য ব্যবস্থাপনা সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।তবে প্রাথমিকভাবে পাম ওয়েল খাতে কাজ করা ৩২ হাজার শ্রমিককে ফিরিয়ে নেবে দেশটি।

Share this news on: