জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জ হচ্ছে: কৃষিমন্ত্রী

জনসংখ্যা বাড়ছে, তাই খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সরকারের জন্য। এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি উদ্যোক্তা সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এসময় ড. আব্দুর রাজ্জাক বলেন, 'উদ্যোক্তা তৈরি করে, তাদেরকে উৎসাহিত করে এবং বাংলাদেশের কৃষিকে আধুনিকীকরণ করে এই খাত থেকে আয় বৃদ্ধি করার লক্ষ্য নিয়েই আমাদেরকে কাজ করতে হবে।'

এসময় মন্ত্রী বলেন, 'এখন সরকারের জন্য চ্যালেঞ্জ কৃষি উৎপাদন ব্যবস্থা আধুনিকায়ন এবং কৃষি পেশার মানোন্নয়ন করা।' ড. আব্দুর রাজ্জাক আরও জানান, কৃষির জন্য ভরসার নতুন জানালা খুলে দেবার অঙ্গীকারে দেশের কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, বিসেফ ফাউন্ডেশন ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন।

কৃষি উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব কমাতেই এই কৃষি উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

Share this news on: