সুদানে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিহত ৭

সুদানে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সামরিক বাহিনীর গুলিতে অন্তত ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত আরও অন্তত ১শ’ ৪০ জন।

সোমবার দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ৪ মন্ত্রীকে আটক করে সেনাবাহিনী। দেশজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। এরপরপরই গণতন্ত্রের দাবিতে দেশজুড়ে বিক্ষোভে নামেন সাধারণ নাগরিকরা।

বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের ধরতে সেনা সদস্যরা রাজধানী খার্তুমের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে বলে। রাস্তাঘাট ও বিমানবন্দর বন্ধ রয়েছে। স্থগিত করা হয়েছে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট। জরুরি অবস্থা ছাড়া সেবাদান বন্ধ রেখেছে দেশটির চিকিৎসক সম্প্রদায়। কাজ বন্ধ রেখেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা।

এদিকে দেশটিতে সেনা অভ্যুত্থানসহ বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

এই ঘটনায় এরই মধ্যে দেশটিতে ৭শ মিলিয়ন ডলারের সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে নাগরিকদের উপর আগ্নেয়াস্ত্রসহ স্টান গ্রেনেড ব্যবহার করে সেনারা।

Share this news on: