ইরাকে আইএসের হামলায় নিহত ১১ জন

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী বা ইসলামিক স্টেট (আইএস) এর বন্দুকধারীরা মঙ্গলবার পূর্ব ইরাকের একটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এই ঘটনায় আহত হয়েছে ১৫ জন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দিয়ালা প্রদেশের বাকুবার উত্তর-পূর্বে আল-রাশাদের শিয়া অধ্যুষিত গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড এর বরাত দিয়ে বুধবার বার্তাসংস্থা রয়টার্স ঘটনাটি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে 'নিরস্ত্র বেসামরিক' মানুষকে লক্ষ্য করে চালানো এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন।

নিরাপত্তা ও চিকিৎসা সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বন্দুকধারীরা হামলায় বেশ কয়েকটি গাড়ি এবং আধা-স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করেছে বলে জানিয়েছে পুলিশ।  

Share this news on:

সর্বশেষ