বাংলাদেশে কোভিডপূর্ব শতভাগ ফ্লাইট চালু করেছে এমিরেটস

এমিরেটস এয়ারলাইন্স বাংলাদেশে কোভিডপূর্ব সময়ের শতভাগ ফ্লাইট চালু করেছে। ভবিষ্যতে এদেশে আরও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে দুবাইভিত্তিক এই বিমানসংস্থার।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান এমিরেটস এয়ারলাইন্সের এরিয়া ম্যানেজার মুহাম্মদ আল হামাদি।

বাংলাদেশে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাজধানীর একটি হোটেলে এমিরেটস এয়ারলাইন্সের এই সংবাদ সম্মেলনে মুহাম্মদ বিন হামাদি বলেন, ১৯৮৬ সালে দুবাই থেকে ঢাকায় প্রথম ফ্লাইট পরিচালনা করে এমিরেটস। এই রুটে শুরুতে সপ্তাহে দুটি ছিল তাদের। বর্তমানে প্রতিসপ্তাহে ২১টি ফ্লাইট চলছে।

তিনি বলেন, বাংলাদেশে আকাশপথে যাত্রী বাড়ছে। এটি বিবেচনায় এনে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে। তাই সুপরিসর এয়ারক্রাফট দিয়ে এই রুটে এমিরেটসের ফ্লাইট চালানো হয়ে। এজন্যই আগামীতে ঢাকা থেকে শুধু নয়; চট্টগ্রাম ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করার ইঙ্গিত দেন হামাদি।

Share this news on:

সর্বশেষ