সেমিফাইলে উঠার লড়াইয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ 'ফাইনাল' আজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলই সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরেছে। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ দুই দলেরই জয়ের বিকল্প নেই।

'ডু অর ডাই' ম্যাচে শুক্রবার (২৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।


ম্যাচের আগেরদিন গতকাল জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান সোহান বলছিলেন, ‘আমরা যখন খারাপ করি, আমাদের সমালোচনা সব সময়ই হয়। আমরাও এটা মনে করি যে সমালোচনা হবে। গঠনমূলক সমালোচনা হওয়াটাও জরুরি। হয়তো আমরা খারাপ করছি। এটা মেনে নিতেই হবে। অনেকবারই এমন হয়েছে যে আমরা খারাপ সময়ে ছিলাম, যেখান থেকে আমরা আবার নিজেরাই ফিরে এসেছি। আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিশ্বকাপে আরও তিনটা ম্যাচ, এখানে ভালো করতে পারলে ব্যাপারটা ইতিবাচকভাবেই আসবে।’


বাংলাদেশের সাম্ভব্য একাদশ:

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ/শামীম হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।  

ওয়েস্ট ইন্ডিজের সাম্ভব্য একাদশ:

এভিন লুইস, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স/রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসাইন, জেসন হোল্ডার/থমাস, রবি রামপাল, ওবেড ম্যাককয়।

Share this news on: