কুমিল্লার ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র - আইনমন্ত্রী

কুমিল্লার হামলাকে সাম্প্রদায়িক হামলা বলে ধরে নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এড. আনিসুল হক। তিনি বলেন, 'কুমিল্লার ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল'।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভারত সরকারের দেওয়া ২টি এম্বুলেন্স প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সহিংসতা নিয়ে দুঃখ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, এটা বাংলাদেশের সার্বিক চিত্র নয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, '১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত প্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আমরা বাঙালী, আমাদের দু:সময়ে যারা সাহায্য করে বন্ধুদের হাত বাড়িয়ে দেয় আমরা তাদেরকে কখনও ভুলি না'। এম্বুলেন্স উপহার দেওয়ায় তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান।

Share this news on: