ঢাবিতে বাড়ছে বহিরাগতদের দৌরাত্ম্য

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দৌরাত্ম্য বেড়েছে। প্রতিনিয়ত বহিরাগতদের দ্বারা যৌন হয়রানির স্বীকার হওয়ার অভিযোগ তুলছে ঢাবির ছাত্রীরা।


পাশাপাশি ক্যাম্পাসে ব্যাপক বহিরাগত যানবাহনের চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। ক্যাম্পাসজুড়ে বসবাস করা উদ্বাস্তু ও ভবঘুরেদের উৎপাত নিয়েও শিক্ষার্থীদের মধ্যে অসন্তুষ্টি রয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠাতা জুলিয়াস সিজার তালুকদার বলেন, এই ক্যাম্পাসকে পার্কের মতো ব্যবহার করে এর পরিবেশ নষ্ট করার অধিকার কারো নেই। নিরাপত্তা মঞ্চ থেকে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস তৈরীর জন্য পদক্ষেপ নেয়া হবে।


বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক আকরাম হোসাইন বলেন, বহিরাগতদের কারণে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। বহিরাগত যানবাহনের কারণে শব্দ দূষণ ও যানজটের সৃষ্টি হচ্ছে।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী অপ্রয়োজনে কাউকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না আসতে আহ্বান করে বলেন, অফিস টাইমের বাইরে রাত ৯-১০টা পর্যন্ত যেন বহিরাগতরা ক্যাম্পাসে না থাকে।


Share this news on:

সর্বশেষ