দেশে বন্ধ হলো আরো একটি পত্রিকা

দেশে একের পর এক প্রিন্ট পত্রিকা বন্ধ হওয়ার পথে। সর্বশেষ এ তালিকায় যোগ হলো দৈনিক আলোকিত বাংলাদেশ। 

এই পত্রিকাটি আপাতত আর প্রকাশ হবে না বলে পত্রিকাটির কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে। এতে প্রায় শতাধিক সাংবাদিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়লেন। 

জানা গেছে, এই পত্রিকার সাংবাদিক ও কর্মচারীদের ১১ মাসের বেতন-ভাতাও বকেয়া রয়েছে। এছাড়া আগে চাকরিচ্যুত বা অব্যাহতি নেওয়া অন্তত ২৫ জন সাংবাদিক-কর্মচারীর পাওনাও পরিশোধ করেনি পত্রিকা কর্তৃপক্ষ।

এ অবস্থায় এখন কর্মরত সাংবাদিক ও কর্মীরা অনিশ্চয়তায় রয়েছেন।

Share this news on: