মুখে খাওয়া যাবে করোনার ওষুধ

যুক্তরাজ্যের পর এবার বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে মলনুপিরাভির অ্যান্টিভাইরাল পিল জরুরি ব্যবহার অনুমোদন পেয়েছে। ঔষধ প্রশাসন অধিদফতর প্রাণঘাতী ভাইরাসটির প্রতিকার এই পিলটি অনুমোদন দেয়।

ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক অজিউল্লাহ বলেন, কয়েকটি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে মলনুপিরাভিরের জরুরি ব্যবহারে অধিদফতর প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ কোম্পানি মের্ক মলনুপিরাভির নামে এই পিল বা মুখে খাওয়ার ওষুধ তৈরি করেছে। তারা জানায়, এই ওষুধ করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম। পাশাপাশি, করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমানোর সক্ষমতা রয়েছে।

বাংলাদেশে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এই ওষুধটি উৎপাদন ও বিপণনের অনুমতি চেয়েছে।

Share this news on: