এসকে সিনহার ১১ বছরের কারাদন্ড

ঋণ জালিয়াতি মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১ টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন।

বিচারে একটি ধারায় ৭ বছর এবং আরেকটি ধারায় ৪ বছরসহ মোট ১১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে সাবেক এই প্রধান বিচারপতিকে। একই মামলার অন্য ৭ জন আসামিকে তিন বছরের কারাদন্ড, একজনকে চার বছরের কারাদন্ড এবং বাকি দুইজনকে খালাস দেয়া হয়েছে।

এস কে সিনহা এখনো পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতেই বিচারকার্য চালানো হয়। 

Share this news on: