সারা দেশে আবারও সচল পণ্য পরিবহন

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর রাস্তায় নেমেছে পণ্য পরিবাহী ট্রাক-কাভার্ড ভ্যানগুলো।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘটের ডাক দেন বাস-ট্রাক মালিকরা।। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর সে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন ট্রাক মালিক শ্রমিক সমিতির নেতারা।

এতে চার দিন বন্ধ থাকার পর আজ পণ্য পরিবহনের অচলাবস্থা কেটেছে। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন করতে দেখা গেছে। 

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, আমরা গতকাল তিন দফা দাবি নিয়ে কথা বলেছি। আমাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে, যার ফলে আমরা ধর্মঘট স্থগিত করেছি। তেলের দাম যেহেতু বেড়েছে, পণ্য পরিবহনে যানবাহনগুলোর কোন নির্দিষ্ট ভাড়ার হার নেই। সেটাকে সামঞ্জস্য করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করা হবে ভাড়া কেমন হবে পণ্য পরিবহনে। 

Share this news on: