তেলে চালে চালবাজি


 জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির একসপ্তাহ যেতে না যেতেই চালের বাজারে এর প্রভাবে। যার কারণে কয়েক দিনে প্রতিকেজি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে। পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ায় এই দাম আরও এক দফা বাড়তে পারে বলে জানান চাল বিক্রেতারা।
রাজধানীর মিরপুর ১০ নম্বর বাজারের চালের আড়তদার ও খুচরা বিক্রেতারা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কযেক দিন আগেই ২৫ কেজি এক বস্তা চালের দাম ৩০ টাকার মতো বেড়েছিল। এখন ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় আরও একবার চালের দাম বৃদ্ধির পেতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যেও বাজার পরিস্থিতি বোঝা যাবে। 
পাইকারি চাল ব্যবসায়ীরা জানান, কুষ্টিয়া, নওগাঁসহ দেশের বিভিন্ন স্থান থেকে তারা চাল ট্রাকে করে ঢাকায় আনেন। আগে এক ট্রাক চাল আনতে ভাড়া লাগত ১৪-১৫ হাজার টাকা। এখন সেই ভাড়া হয়েছে ১৮ হাজার টাকা বা তারও বেশি। ভাড়া বৃদ্ধির কারণে এখন আমন ধানের মৌসুম হলেও চালে দাম কমার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।  

Share this news on:

সর্বশেষ