৩ দিনের মধ্যে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস-জানালেন মালিকরা

বাস ভাড়া  বাড়িয়ে নেয়ার পর রাজধানীতে চলা সিটিং সার্ভিস আবার বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা।

বুধবার সকাল সাড়ে ১১ টায় সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে এ নিয়ে প্রেস ব্রিফিং আয়োজন করে এটা জানান খন্দকার এনায়েতুল্লাহ। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বলেছেন, ‘আগামী তিন দিনের মধ্যে সব ধরনের সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস বন্ধ করে দেওয়া হল। এই বিষয়ে পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে ডিজেল ও সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর ব্যবস্থা করা হবে। তবে সেটা করার দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর।’ 

খন্দকার এনায়েতুল্লাহ জানান, ঢাকা শহরে ১২০টি কোম্পানির ছয় হাজার বাস চলে। এর মধ্যে ১৩টি কোম্পানির ১৯৬টি বাস চলে সিএনজিতে। বাকিগুলো চলে ডিজেলে। এদিকে দুরপাল্লার সব গাড়ি ডিজেলে চলে। 


মালিক সমিতির সম্পাদক আরও বলেন, বাসের বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে আগামীকাল থেকে বিআরটিএর ১১টি টিম মাঠে কাজ করবে। বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের সঙ্গে মালিক সমিতির প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালাবে। যেসব বাস বাড়তি ভাড়া আদায় করবে তাঁদের বিরুদ্ধে বিআরটিএর ওই টিম ব্যবস্থা নেবে। 

Share this news on:

সর্বশেষ