ঢাকায় মাত্র ১৯৬টি বাস সিএনজিচালিত: এনায়েত উল্যাহ

রাজধানীতে চলাচলকারী ৬ হাজার বাসের মধ্যে মাত্র ১৯৬টি সিএনজিচালিত বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

বুধবার বাস ভাড়া পুনঃনির্ধারণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বাস মালিকদের নেতা খন্দকার এনায়েত উল্ল্যাহ। এ সময় তিনি আরও দাবি করেন, প্রায় শতভাগ দূরপাল্লার বাস ডিজেলচালিত।

এনায়েত উল্যাহ বলেন, ডিজেলের ভাড়া বৃদ্ধির পর বাস ভাড়া পুনঃনির্ধারণ করার আলোচনা ও সমালোচনা হচ্ছে। ভাড়া বেশি নেয়া হচ্ছে এমন অভিযোগও উঠেছে। কিন্তু, ঢাকায় মহানগরীতে চলাচলকারী ১২০টি বাস কোম্পানির মধ্যে মাত্র ১৩টি কোম্পানির ১৯৬টি বাস সিএনজিচালিত।

আগামী তিনদিনের মধ্যে ডিজেল ও সিএনজি চালিত গাড়ি চিহ্নিত করার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ। বলেন, এখন থেকে আর গেটলক ও সিটিং সার্ভিস থাকবে না। সিটিং সার্ভিস বন্ধ প্রসঙ্গে এনায়েত উল্ল্যাহ জানান, সিটিং সার্ভিসে কোনও নিয়ম-নীতি নেই। তারা নিজেদের মতো করে যাত্রী পরিবহণ করে এতে যাত্রীদের ভোগান্তি হয়।

প্রসঙ্গত, প্রতি লিটার ডিজেলের মূল্য ৬৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা ও যাত্রীদের ভাড়া বৃদ্ধির দাবিতে গেল শুক্রবার থেকে তিনদিনের ধর্মঘট পালন করে বাস মালিক ও শ্রমিকরা। পরবর্তীতে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসে বিআরটিএ। বৈঠকে ঢাকা মহানগরীতে বাস ভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

তবে, বৈঠকে জানানো হয় বর্ধিত বাস ভাড়া শুধুমাত্র ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য। সিএনজিচালিত বাসের জন্য নতুন ভাড়া কার্যকর হবে না। এরপর বাস চলাচল স্বাভাবিক হলে ডিজেলচালিত বাসের পাশাপাশি সিএনজিচালিত বাসেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে।

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024