রাজধানীর কড়াইল বস্তিতে টিকাদান সরাসরি ....

রাজধানীসহ সারাদেশে বস্তিতে করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিন রাজধানীর কড়াইল বস্তিতে টিকা দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। 

আজ মঙ্গলবার সকাল থেকেই বস্তির একাধিক স্থানে চলছে করোনার টিকাদান কার্যক্রম। টিকার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের পাশাপাশি নিবন্ধন ছাড়া জন্মনিবন্ধন সনদ সঙ্গে থাকলেও টিকা দিতে পারছেন বস্তিবাসীরা।

কড়াইল বস্তিতে প্রায় তিন লাখ মানুষ বসবাস করেন। প্রাথমিক পর্যায়ে বস্তির ১৮ বছরের বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে। টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন বস্তিবাসীরা। কড়াইল বস্তির পর পর্যায়ক্রমে অন্যান্য বস্তিতে টিকা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

যাদের নিবন্ধন নেই, তাদের কীভাবে টিকা দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের এ কর্মকর্তা বলেন, এখানে উপস্থিতির ভিত্তিতেই যারা আসবে তাদের অনস্পট নিবন্ধন করানো হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি, তাদের এনআইডি অথবা জন্ম নিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি।

Share this news on: