১২ কেজি ওজনের এলপি গ্যাসের দাম কমলো

পরপর তিনবার বাড়ানোর পর এবার কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিবহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজি'র (অটোগ্যাস) দাম। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশেও দাম কমানো হলো। ১২ কেজি ওজনের এলপি গ্যাসের দাম মূল্য সংযোজন করসহ ১ হাজার ৩১৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২২৮ টাকা করা হয়েছে। 

চলতি ডিসেম্বর মাসের জন্য বেসরকারি পর্যায়ে মূসকসহ প্রতিকেজি এলপিজি ১০৯ টাকা ৪২ পয়সা থেকে কমিয়ে ১০২ টাকা ৩২ পয়সা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৩১৩ টাকা থেকে কমে হলো ১ হাজার ২২৮ টাকা। সিলিন্ডার প্রতি কমলো ৮৫ টাকা। 
 

আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ৪ নভেম্বর প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়। এর ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম হয় ১ হাজার ৩১৩ টাকা। তার আগে অক্টোবরে এ গ্যাসের দাম আরও এক দফা বাড়ানো হয়েছিল। অক্টোবরে ওই দাম বৃদ্ধির আগে প্রতিকেজি গ্যাস ছিল ৮৬ দশমিক ৭ টাকা। তখন ১২ কেজি গ্যাসের দাম ছিল ১ হাজার ৪০ টাকা।

Share this news on: