রাজধানীতে যানজটের ক্ষতি বছরে ৮৭ হাজার কোটি টাকা

ঢাকা শহরের সম্প্রসারণ হয়েছে অন্তত ৫০ শতাংশ । জাতীয় অর্থনীতিতে এই অপরিকল্পিত সম্প্রসারণের নেতিবাচক প্রভাব পড়ছে। এই সম্প্রসারণের কারণে শহরে যানজট বেড়েছে লক্ষণীয় মাত্রায়। এক অর্থ বছরে যানজটের প্রত্যক্ষ আর্থিক ক্ষতি মোট দেশজ উৎপাদন বা জিডিপির ২ দশমিক ৫ শতাংশ। গত অর্থবছরের ৩৪ লাখ ৮৪ হাজার কোটি টাকার জিডিপি বিবেচনায় নিলে এতে যানজটের ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় ৮৭ হাজার কোটি টাকায়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের বার্ষিক সম্মেলনের এক কর্ম অধিবেশনে এক গবেষণা প্রবন্ধে এমন তথ্য প্রকাশ করা হয়। বৃহস্পতিবার রাজধানীর হোটেল লেকশোরে সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) পরিচালক ড. আহম্মদ আহসান 'ঢাকার অতি সম্প্রসারণ এবং এর আর্থিক ক্ষতি' শীর্ষক এ প্রবন্ধ উপস্থাপন করেন।  

Share this news on: