নে‌তিবাচক রাজনীতির অবসান হওয়া উচিত : প‌রিকল্পনা মন্ত্রী

বিএন‌পি‌কে উদ্দেশ্য ক‌রে কু‌মিল্লায় প‌রিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ব‌লে‌ছেন, ভাঙচু‌রের নেতিবাচক রাজনী‌তি প‌রিহার ক‌রে ইতিবাচক রাজনী‌তি‌তে আস‌তে হ‌বে। নে‌তিবাচক রাজনী‌তির অবসান হওয়া উচিত। এক‌দি‌কে সাহা‌য্যের হাত পাত‌বেন, আবার ভাঙচুরও কর‌বেন- একসা‌থে দু‌টো জি‌নিস হয়না।

শুক্রবার দুপু‌রে কু‌মিল্লার বু‌ড়িচং‌ উপজেলার ভরসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মা‌ঠে সংবর্ধনা ও অভিভাবক সমা‌বে‌শে তিনি এসব কথা ব‌লেন।

ভরাসার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ফারুক মেহেদীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে আরো বক্তব্য রাখেন কু‌মিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট . আবুল হা‌শেম খান, ব্রিটিশ চ্যারিটি স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফীন, অতিরিক্ত পু‌লিশ সুপার মো. সোহান সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ম‌নিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠা‌নে নিজের সংগ্রামী জীবন ও সাফল্যের গল্প শিক্ষার্থীদের মধ্যে তু‌লে ধ‌রেন প‌রিকল্পনা মন্ত্রী। 

Share this news on: