নীলফামারীতে ৫ জেএমবি সদস্য আটক

নীলফামারীর একটি বাড়ি থেকে জেএমবি'র রংপুরের সামরিক শাখার প্রধানসহ ০৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার সকাল ১১টার দিকে জেলার সদর উপজেলাধীন একটি এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির ৫ সদস্যের আইইডিসহ বিপুল পরিমান বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‍্যাব।

বিকাল ৩ টায় র‍্যাব ফোর্সেস-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক রংপুরের র‍্যাব-১৩ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে উক্ত ঘটনার বিস্তারিত ব্রিফ করবেন।

এর আগে নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়। ঘটনাস্থলে র‌্যাবের পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত হন। এছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছিলেন। রংপুর থেকে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছায়। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) ও লিগাল এন্ড মিডিয়া উইং এর পরিচালকও ঘটনাস্থলে পৌঁছান।

Share this news on: