ইউক্রেনকে আক্রমণ করতে পারে রাশিয়া- এই প্রসঙ্গে বৈঠক

ইউক্রেনে রাশিয়া আক্রমণ করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেন। এই বিষয়ে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার এক বক্তব্যে বাইডেন বলেন, ইউক্রেনে কোনো প্রকার আক্রমণ করাকে তিনি রাশিয়ার জন্য অত্যধিক কঠিন করে তুলবেন। 

রাশিয়ার সন্ধ্যার সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। দুই রাষ্ট্রপতি নিজেদের মধ্যে এই বৈঠক কতক্ষণ হবে তা ঠিক করবেন বলে জানা যায়।

একটি সুনিরাপদ ভিডিও লিংকের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে হোয়াইট হাউজ থেকে নিশ্চিত করা হয়।

Share this news on: