মঙ্গলবার বাইডেন-পুতিন ভিডিও কনফারেন্স

ভিডিও কনফারেন্সে মিলিত হবেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার পুতিন।

ইউক্রেনে চলমান উত্তেজনার মধ্যেই আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসছেন তারা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুজন কথা বলবেন বলে গত শনিবার জানিয়েছে ক্রেমলিন ও ওয়াশিংটন। 

মূলত ইউক্রেন ইস্যুতে কথা বলবেন এ দুই নেতা। ইউক্রেন সীমান্তে রুশ সেনা নিয়ে মার্কিন শঙ্কা এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি সহায়তার কথা জানাবেন বাইডেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। এ ছাড়াও দুই দেশের মধ্যকার কৌশলগত স্থিতিশীলতা, সাইবার এবং আঞ্চলিক সমস্যা নিয়েও আলোচনা হবে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়ার সময় সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

ইউক্রেন সীমান্তে ৯৪ হাজারের বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে বলে সম্প্রতি জানিয়েছে ওয়াশিংটন। তা বাড়িয়ে দেড় লাখের বেশি করা হতে পারে। যেকোনো সময় আক্রমণের শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী

Share this news on: