যেকোন সময় গ্রেফতার তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া

যেকোন সময় গ্রেফতার করা হবে অভিনয়শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলার আসামী তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান আজ শুক্রবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

 রাজধানীর ধানমন্ডি থানায় ৪ ডিসেম্বর প্রতারণার এই মামলাটি করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান।

সাজ্জাদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, ‘ধানমন্ডি থানার মামলার কপি এসেছে। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে তথ্য-প্রমাণ পেলে যে কেউ গ্রেপ্তার হতে পারেন।’ তদন্তের বিষয়ে তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি। তদন্তে অগ্রগতি রয়েছে।’

মামলায় আসামি করা হয়েছে ৯ জনকে। ইভ্যালির এমডি রাসেল ও তাঁর স্ত্রী শামীমা ছাড়াও মামলায় ৫ নম্বর আসামি করা হয়েছে সংগীতশিল্পী তাহসান রহমান খানকে। ৮ ও ৯ নম্বর আসামি করা হয়েছে অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াথ রশিদ মিথিলাকে। আজ দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান এ কথা বলেন।

Share this news on:

সর্বশেষ