সমুদ্র পথে স্পেন পাড়ি দিতে গিয়ে ৪,৪০০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

গেল বছর সমুদ্র পথে স্পেন পাড়ি দিতে গিয়ে চার হাজার চারশর বেশি অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন বা মারা গেছেন। এর মধ্যে ২ শতাধিক শিশুও রয়েছেন।

অভিবাসন সম্পর্কিত একটি সংস্থা সোমবার এসব তথ্য জানিয়েছে।ওয়াকিং বর্ডারর্স নামের ওই সংস্থাটি জানায়, সমুদ্র পথে এই নিখোঁজ ও মৃত্যু হওয়া অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।

অবস্থা আগের চেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠার জন্য অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাগুলোকে সহায়তা না দিতে বিভিন্ন দেশের অনীহাকে দায়ী করে সংস্থাটি। স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে গতবছর অন্তত ৩৯ হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশী দেশটিতে আশ্রয় নিয়েছেন। 

Share this news on: