রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজারের উখিয়ায় ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে (শফি উল্লাহ কাটা ক্যাম্প) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ১২০০টি ঘর পুড়ে গেছে।

রোববার (৯জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সেখানে আগুন লাগে।

এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে।
এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টা রের ১৬টি কেবিন পুড়ে যায়।
এরও আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ক্যাম্পে লাগা আগুনে মৃত্যু হয় ১৫ রোহিঙ্গার। পুড়ে যায় ১০ হাজারের মতো ঘর।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন বলেন, সন্ধ্যা সাড়ে ৫টায় পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা শিবিরে একটি বসত ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে।
সোয়া ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Share this news on: