আফগানিস্তানে মর্টার শেলের বিস্ফোরণে ৯ শিশু নিহত

আফগানিস্তানে একটি মর্টার শেলের বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয় আরও ৪ জন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে পুরোনো মর্টার শেলকে একটি খাবারের গাড়ি আঘাত করলে বিস্ফোরণটি ঘটে।

নানগারহার প্রদেশের গভর্নরের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার (১০ জানুয়ারি) লালোপার জেলার বাইগানান গ্রামে ভ্যানে করে খাদ্য সামগ্রী বিক্রি করার সময় একটি পুরানো, অবিস্ফোরিত মর্টার শেলের বিস্ফোরণ ঘটে।

ওই বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে বিস্ফোরণে আহত শিশুদের চিকিৎসার জন্য প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আর কিছু জানা যায়নি।

কয়েক দশকের যুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তানে, বিশ্বের সবচেয়ে বেশি অবিস্ফোরিত স্থলমাইন ও গোলাবারুদ রয়েছে। আর যখন এসব অস্ত্রের বিস্ফোরণ ঘটে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরাই এর শিকার হয়।

Share this news on: