শনিবার থেকে অর্ধেক যাত্রিতে বাস, বৈঠক বিআরটিএতে

আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে বাস চলাচল করবে। তবে এ ক্ষেত্রে নতুন করে ভাড়া বাড়ানো হয়নি। বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহন করবেন বাস মালিকরা। 

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত হয়।

তবে, বিআরটিএর সিদ্ধান্ত মেনে নিলেও শতভাগ যাত্রী নেয়ার প্রস্তাব পরিবহণ মালিকদের।  

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বর্তমান ভাড়া অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে গণপরিবহণ। তবে পরিবহণ মালিকরা বলছেন, অর্ধেক আসনে যাত্রী পরিবহণ করা হলে বাসের সংকট সৃষ্টি হবে। যাত্রী পরিবহণের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত পরির্বতনের দাবিও জানান বাস মালিকরা।

গত বছর জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ২৮ শতাংশ বাড়ানো হয় গণপরিবহন ভাড়া।

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সরকারি বিধিনিষেধ অনুযায়ী, আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহণ। এছাড়া, ১৫ই জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেনও।

Share this news on: