বুয়েটে বন্ধ হচ্ছে সশরীরে ক্লাস পরীক্ষা

দেশে করোনা সংক্রমণের উর্ধ্বগতির কারণে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

আগামী ১৫ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সকল ক্লাস অনলাইনে চলবে। তবে আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বুধবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৫ জানুয়ারি সশরীর ক্লাস বন্ধের ঘোষণা দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এমন পরিস্থিতিতেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীরে ক্লাস বন্ধের চেয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলা রাখার ওপর জোর দিচ্ছে।

Share this news on: