অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করবে সরকার। সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, একুশের প্রহরে পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে তা অন্তত হৃদয়বিদারক। এটি মেনে নেয়া কঠিন। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে, থাকবে। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে, ক্ষতিপূরণ দেবে।

বুধবার রাত ১১টার দিকে জনবহুল ব্যবসায়ীক এলাকা পুরান ঢাকার চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহত হয়েছেন ৭০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

টাইমস/এইচইউ

Share this news on: