দেশবাসীকে মডেল নির্বাচন উপহার দিতে চাচ্ছি: এসপি

না.গঞ্জ সিটি নির্বাচনে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। আজ শনিবার দুপুরে সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি বিষক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন,এই নির্বাচন যেন সারা দেশে একটি মডেল নির্বাচন হিসেবে রূপ লাভ করে সে লক্ষে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে। নিরাপত্তায় নিয়জিত সদস্যরা আজ প্রত্যেকটি কেন্দ্রে যাবেন। তাদের সঙ্গে আনসার সদস্যরা কাজ করবেন। এ ছাড়া, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন কাজ করবেন। একই সাথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োজিত থাকবেন।

প্রতিটি কেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্যের নেতৃত্বে আরও ১৫ থেকে ১৭ জন আনসার সদস্য কোনো কোনো ক্ষেত্রে ২২ থেকে ২৩ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবেন। প্রত্যেকটি ওয়ার্ডে এপিবিএন'র ৩টির মতো মোবাইল টিম, একটি করে স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের একটি টিম থাকবে। 

তিনি আরো জানান,নির্বাচনকে ঘিরে প্রত্যেকটি ভোটকেন্দ্র, প্রত্যেকটি পাড়া-মহল্লাকে একটি নির্বাচনী নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হবে। বলেন, ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক  নির্কবাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। ইতোমধ্যে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে জানিয়ে বলেন, আরও ৬ প্লাটুন বিজিবির কথা বলেছি। ৬ প্লাটুন বিজিবি এলে তারাও আমাদের সঙ্গে কাজ করবেন—বলেন জায়েদুল আলম।

সাধারণ জনগণ, প্রার্থী-প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা আনন্দ-উৎসবমুখর পরিবেশে একটি মডেল নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চাচ্ছি। 

Share this news on: