৫০ ঊর্ধ্বদের বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের বুস্টার ডোজ ৫০ ঊর্ধ্ব বয়সীদের দেওয়া শুরু করা হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন, ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণকে উদ্বেগজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, সংক্রমণ এভাবে বাড়তে থাকলে হাসপাতালে জায়গা থাকবে না। '৫০ বছর বয়সীদের থেকে শুরু করে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি জানিয়ে মন্ত্রী বলেন,এর জন্য সরকারের অতিরিক্ত ৭০ লাখ ডোজ টিকা লাগবে, সরকারের কাছে সাড়ে ৯ কোটি ডোজ টিকা আছে।'

সংক্রমণের ঊর্ধ্বগতি উদ্বেগজনক মন্তব্য করে মন্ত্রী বলেন, ওমিক্রন ৬৯ শতাংশে পৌঁছেছে এবং ঢাকার বাইরেও একই চিত্র, 'যদি এভাবেই বাড়তে থাকে তাহলে হাসপাতালের সক্ষমতা পূর্ণ হয়ে যেতে বেশি সময় লাগবে না।' 

Share this news on: