করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৮ হাজার ২৩৮ জন। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন।

সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল (২৩ জানুয়ারি) ১৪ জনের মৃত্যু এবং ৯ হাজার ৬১৪ জন রোগী শনাক্ত হয়েছিল।

একদিনে নমুনা পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৮০৭ জনের।এতে পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ।২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯৯৮ জন। মোট সুস্থ ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৬ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন। সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন মারা গেছেন। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মারা গেছেন একজন করে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Share this news on: