ঝুঁকি জেনেও স্বাস্থ্যবিধি মানছেনা অনেকে

করোনা সংক্রমণ রোধে সরকার নানা পদক্ষেপ নিলেও, অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না। ছুটির দিনে রাজধানীতে ভিড় কম থাকলেও যারা বিভিন্ন কাজে বেরিয়েছেন, তাদের অনেকেই মাস্ক পরেননি।

বাসস্ট্যান্ড, রেল স্টেশনসহ অনেক জায়গায় মানা হয়নি সামাজিক দূরত্ব।
দেশে প্রতিদিনই করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার বাড়ছে। কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও, মানার প্রবণতা কম।

মাস্কবিহীন এক ব্যক্তি বলেন, মনে ছিল না পরতে। পকেটে আছে। মাত্রই বের হলাম বাসা থেকে।

বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ জনসমাগমের স্থানে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হলেও, সামাজিক দূরত্ব মানছে না কেউ। ঝুঁকি জেনেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন অনেকে।

কমলাপুর রেলস্টেশনে টিকিট নিতে আসা এক ব্যক্তি বলেন, টিকিট কাটবো তো, কথা বলতে সমস্যা হয় তাই মাস্ক খুলে রেখেছি।

আরও এক ব্যক্তি জানান, চা পান করলাম তো তাই খুলে রেখেছি।

কেউ কেউ আবার স্বাস্থ্যবিধি মানতে একেবারেই নারাজ।

এক বাসযাত্রী বলেন, এটা তো আল্লাহর তরফ থেকে আসছে। যার ওপর আল্লাহ নির্ধারণ করবেন তারই হবে। আমি বিশ্বাস করিনা করোনাকে।

বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীতে প্রশাসনের পক্ষ থেকেও কোনও তৎপরতা চোখে পড়েনি।

Share this news on:

সর্বশেষ