ব্রাজিলে ভারী বর্ষণে ১৮ জনের মৃত্যু

প্রবল বৃষ্টিপাতে নাকাল ব্রাজিলের সাও পাওলো রাজ্য। এর জের ধরে ভূমিধস ও বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ভারী বর্ষণের মুখে পড়ে রাজ্যটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

ব্রাজিলের সবচেয়ে জনবহুল সাও পাওলো রাজ্যে ৪ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। বৃষ্টিপাতের জেরে রাজ্যের ১০টি শহর ও ৬৪৫টি মিউনিসিপ্যালটি সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে। এ সব এলাকায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্নর জোয়াও দোরিয়া।

Share this news on:

সর্বশেষ