সিনহা হত্যা মামলা: রায় পড়া শুরু

দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে সিনহা হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল।

রায় ঘোষণার জন্য এজলাসে সোমবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এজলাসে উপস্থিত হন তিনি। ৩০০ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ছেন বিচারক।

এর আগে, সকালে এই মামলার সকল আসামিকে আদালতে আনার কথা থাকলেও পরে তা পরিবর্তন করা হয়। পরে দুপুর ১টা ৫৭ মিনিটের দিকে আসামিদের আদালতে আনা হয়। তাঁদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। সাবেক ওসি প্রদীপ আদালতে উপস্থিত হয়েছেন ধূসর রঙের সোয়েটার আর নেভী ব্লু রংয়ের প্যান্ট পরে। এজলাসের এক কোণে দাঁড়িয়ে আছেন তিনি।

রায়কে কেন্দ্র করে আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রায় শুনতে আদালতে রয়েছে উৎসুক জনতার ভিড়। তাঁদের বেশিরভাগই টেকনাফের বাসিন্দা।

Share this news on: