সার্চ কমিটির বিকেলের বৈঠকে চূড়ান্ত হতে পারে ১০ নাম

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আজ বিকেলে সার্চ কমিটির ষষ্ঠ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হতে পারে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ এ বৈঠক হওয়া কথা রয়েছে।

এর আগে গতকাল (শনিবার) প্রাথমিকভাবে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়।

আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে ১০ জনের নাম সুপারিশ করতে সার্চ কমিটির হাতে এখনও সময় আছে চার দিন (২৪ ফেব্রুয়ারি পর্যন্ত)। এরপর ১০ জনের মধ্য থেকে সিইসিসহ পাঁচজনকে দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করবেন রাষ্ট্রপতি।

এদিকে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন জানান, আগামী দু-একটি সভায় চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। এরপর সবকিছু আপনারা জানতে পারবেন।

এর আগে ইসি গঠনে পরামর্শ নিতে গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।

উল্লেখ্য, স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে।

Share this news on: