আজ থেকে চালু হচ্ছে ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল'

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব একটি সামজিক যোগাযোগমাধ্যম আজ সোমবার চালু হচ্ছে। ‘ট্রুথ সোশ্যাল’ নামের এই অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোরে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হচ্ছে।

গত বছরের অক্টোবরে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন এই অ্যাপের। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (টিএমটিজি) অধীনে চালু হচ্ছে এটি। অনেকটা টুইটারের মতোই অ্যাপটির ডেমোর বেশ কিছু ছবি ইতোমধ্যে সামনে এসেছে। মেটাসহ বড় বড় টেকনোলজি কোম্পানিগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারই অংশ হিসাবে জনসাধারণের জন্য উন্মুক্ত হতে চলেছে ট্রুথ সোশ্যাল। রয়টার্স।

Share this news on: