১০ জন চূড়ান্ত করেছে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। কমিটির চলমান সপ্তম বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এই ১০ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে এই তালিকা পাঠানো হবে বলেও জানানো হয়। এরপরই রাষ্ট্রপতি তাদের মধ্যে থেকে পাঁচ জনের নাম চূড়ান্ত করবেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শেষ বৈঠকে বসে সার্চ কমিটি। এসময় সার্চ কমিটির প্রধান, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানসহ বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা।

এদিকে, শনিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের প্রস্তাবিত ৩২২ জনের তালিকা থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করে সার্চ কমিটি। এরপর রবিবার ইসি গঠনের জন্য ১০-১২ জনের নাম চূড়ান্ত করে সার্চ কমিটি বলে জানান কমিটির প্রধান ওবায়দুল হাসান।

Share this news on: