অগ্নিকাণ্ডে পুড়ল রহিম জানের কপাল

আগুনে প্রায় ২০ লক্ষ টাকার বই-খাতা পুড়ে নিঃস্ব হয়ে গেছেন রহিম জান। গতকাল নীলক্ষেত বই মার্কেটে লাগা আগুনে পুড়ে গেছে তার ১ টি দোকান ও ২ টি গোডাউন।

বাবার হাত ধরে এসে ৫০ বছর ধরে বই ব্যবসা করা রহিম জান এখন চোখে অন্ধকার দেখছেন। কাঁপা কাঁপা পা নিয়ে হাঁটছেন নিজের দোকানের পুড়ে যাওয়া বইগুলোর উপর।

বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোকানিদের চোখেমুখে হতাশার ছাপ। অসংখ্য পুড়ে যাওয়া বই-খাতার ভীড়ে হাতড়ে খুঁজছেন বিক্রির উপযুক্ত কিছু অগ্নিকাণ্ডে রক্ষা পেয়েছে কিনা।

সহায় সম্বল হারিয়ে এখন দোকানিরা সরকারের সাহায্যের আশায় বুক বেঁধেছেন। চান কিছু প্রণোদনা, কিংবা স্বল্প সুদে ব্যাংক ঋণ।

Share this news on: