রাশিয়া থেকে সরলো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিরোধের শুরুতেই আলোচনায় আসে ২০২২ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু পরিবর্তনের। রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর দ্রুততম সময়ের মধ্যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেয় উয়েফা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) উয়েফার বৈঠক শেষে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু পিটার্সবার্গ থেকে সরিয়ে ফ্রান্সের প্যারিসের এস্তাদে দে ফ্রান্স ইন সেইন্ট ডেনিস আয়োজনের ঘোষণা দিয়েছে উয়েফা।

ফ্রান্সের প্যারিসের উত্তরে সেইন্ট ডেনিসে অবস্থিত স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৮১ হাজার। আর এই ভেন্যুকেই এবারের চ্যাম্পিয়নস লিগের ভেন্যু হিসেবে শেষ পর্যন্ত বেছে নিয়েছে উয়েফা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে উয়েফা। এছাড়া উয়েফার টুর্নামেন্টে অংশগ্রহণ করা ইউক্রেন ও রাশিয়ার ক্লাবগুলোর সকল ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে।

Share this news on: