ইউক্রেন বিভিন্ন সীমান্তে ছুটছে বাংলাদেশী

পোলান্ডে প্রবেশের জন্য দেশটির সীমান্তে জড়ো হয়েছেন ইউক্রেনে অবস্থানকারী প্রায় দুইশ' বাংলাদেশি।

ইউক্রেনে অবস্থানকারী বাংলাদেশিদের সহয়তা দিচ্ছে বাংলাদেশ দূতাবাসের একটি দল। রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসও প্রবাসীদের সহায়তায় কাজ করছে। এছাড়া ইউক্রেনের প্রতিবেশী কয়েকটি দেশে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনের বিভিন্ন শহরে বৈধ-অবৈধ অন্তত ১৫শ বাংলাদেশি রয়েছেন। যুদ্ধাবস্থার মধ্যে তারাও নিরাপত্তা ঝুঁকিতে। আটকে পড়া এসব বাংলাদেশিদের সহায়তায় উদ্যোগ নিয়েছে সরকার। যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে এসব নম্বরে।
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন জানান, পোল্যান্ডে সীমান্তে অন্তত দু’শ জন তাদের আশ্রয়ে আছেন। রোমানিয়া দূতাবাসের সাথে প্রয়োজনীয় কাজগপত্রসহ যোগাযোগ করেছেন ২০ জন, অপেক্ষায় আরও ৪০ জন।

নিরাপদ আশ্রয়ের জন্য কেউ কেউ ছুটছেন সীমান্তে। কেউবা ভয় পাচ্ছেন ইউক্রেন ছাড়তেও। সামর্থ্য ও সুযোগ থাকায় বৈধ অভিবাসীদের ইউক্রেন ছাড়া সহজ হলেও অন্যরা ইউক্রেনে থাকার কথাই ভাবছেন।

Share this news on:

সর্বশেষ