টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল: আতিক

করোনার টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আজ শনিবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আতিক বলেন, সরকার বিনা পয়সায় টিকা দিচ্ছে। আপনি হেলায় টিকা নেবেন না, আপনি গুরুত্ব দেবেন না, এটা একটা অপরাধ। আপনার ট্রেড লাইসেন্স পাওয়ার যোগ্যতা নেই। এটি একটি অপরাধ আর অপরাধ যদি হয়, অবশ্যই তার শাস্তি হবে। সেই শান্তি হলো ট্রেড লাইসেন্স বন্ধ।

শ্রমিকদের ক্ষেত্রে শাস্তি কী হবে জানতে চাইলে তিনি বলেন, আমি গতকাল খোলা রেখেছি গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। মালিকরা আমাকে বলেছে, দরকার হলে গার্মেন্টসের জন্য আলাদা বন্দবস্ত করে দেবো। সেখানে অনেক শ্রমিক থাকে কিন্তু টিকার আওতায় সবাইকে নিতে হবে।

প্রথম ডোজের টিকা সবাইকে যদি দিতে পারি আমরা, আস্তে আস্তে দ্বিতীয় ডোজটা পারবো। টিকা আমার, সুরক্ষা সবার। নো ভ্যাকসিন, নো সার্ভিস।

গণটিকা কার্যক্রম আজই শেষ হবে। তাই সবাইকে বলতে চাই, আপনারা আসুন। উত্তর সিটি করপোরেশনে আমাদের ৪৮৬টি কেন্দ্র খোলা আছে। আমি খবর নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের কাছে আছে—বলেন আতিক।

Share this news on:

সর্বশেষ