কিয়েভের তেলের ডিপোতে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার আক্রমণের তৃতীয় রাতে একটি ক্ষেপণাস্ত্র কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে ভাসিলকিভের একটি তেলের ডিপোতে আঘাত হেনেছে। বিস্ফোরণের ঘটনায় রাজধানীজুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে শহরটির মেয়র নাটালিয়া বালাসিনোভিচ এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন। তাই কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে বলেছে স্থানীয় প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, তেলের ডিপোটি থেকে বিশালাকার আগুনের ফুলকি উড়তে দেখা গেছে।

রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেইনের এ রাজধানীর অনেক বাসিন্দাই বেজমেন্ট বা মাটির নিচের ঘরে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অনলাইনে পোস্ট হওয়া ভিডিওতে তেলের ডিপো বলে মনে হওয়া কোনো জায়গা থেকে ব্যাপক পরিমাণ ধোঁয়া ওপরের দিকে উঠতে দেখা যাচ্ছে।

রোববার দিবাগত রাতে কিয়েভে খুব বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে পশ্চিম কিয়েভে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সিএনএন। রাশিয়া ইউক্রেইনে হামলা শুরুর পর এত কমবয়সী আর কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

কিয়েভে সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছে বলেও ওকমাৎডিত হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

Share this news on: