২৯ নাবিকসহ ইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ

ইউক্রেনের বন্দর অলভিয়াতে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। রাশিয়া হামলা চালানোর পর ইউক্রেনে যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার ফলে জাহাজটি বের হতে পারছে না।
ফলে এই নাবিকরা কতদিনে দেশে ফিরতে পারবেন তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি ফিরিয়ে আনার জন্য আলোচনা চলছে এবং জাহাজটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।


‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন একটি জাহাজ। গত ২৬ জানুয়ারি জাহাজটি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়।

জাহাজটি বন্দরে পৌঁছানোর পরদিনই ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়। ইউক্রেন থেকে সিরামিক ক্লে নিয়ে ইতালির রেভেনা বন্দরে যাবার কথা ছিল জাহাজটির।


তবে এখন পর্যন্ত ওই জাহাজ এবং এর নাবিকরা নিরাপদ আছেন বলে জানা গেছে। জাহাজটি গত ২৩ ফেব্রুয়ারি অলভিয়া বন্দর ছেড়ে আসার কথা ছিল।

Share this news on: